আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাঁওতাল জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা-ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক। মঙ্গলবার (২৩ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মির্জাপুর কলেজ মাঠে সাঁওতাল জনগোষ্ঠী ও প্রান্তিক মানুষদের চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আনিসুর রহমান পুনাক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসিম আমিনসহ পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ সদস্য এবং জেলা পুলিশের কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুনাক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদা নুপুর। অনুষ্ঠানে সাঁওতাল ও প্রান্তিক জনগোষ্ঠীর ৫০০ জনকে ফ্রি চিকিৎসা সেবা ও ১৩০০ শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।