আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় ছিনতাই এবং খুনের ঘটনায় ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ থানার আজাহার আলীর ছেলে হাদিউল ইসলাম ওরফে সজিবুর রহমান ওরফে জীবন (৩৫) এবং বগুড়া জেলার গাবতলী থানার রামশ্বেরপুর (মাঝপাড়া) এলাকার মৃত আফছার মোল্লার ছেলে আশারাফুল ইসলাম ওরফে আশরাফ (৩৭)। এ সময় আসামীর হেফাজত থেকে ছিনতাই হওয়া ব্যাটারি চালিত গাড়ি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পত্নীতলা থানা পুলিশ জানায়, ১১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে মহাদেবপুর উপজেলার গোবন্দিপুর এলাকার মৃত ছফের আলীর ছেলে অটো চার্জার চালক আজিজার রহমান (৫০) নিজ ভাড়ায় চলার উদ্দেশে ব্যাটারি চালিত গাড়ি (অটো চার্জার) নিয়ে বাড়ি থেকে বের হয়। অনেক রাত পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাঁর কোন সন্ধান পায়নি। পরদিন ১২ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারে পত্নীতলা থানা এলাকার পত্নীতলা-সাপাহার পাকা সড়কের কাছে একটি জমিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আজিজার রহমানের মরদেহ সনাক্ত করেন। এসময় আজিজার রহমানের ব্যাটারি চালিত গাড়িটি (অটো চার্জার) পাওয়া যায়নি। এ ঘটনায় মৃতের জামাই আঃ রাজ্জাক বাদী হয়ে ঐ দিনই পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং-১৪। মামলার পর নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের প্রত্যক্ষ নির্দেশনায় পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু: আব্দুল মুমিন এবং মহাদবেপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল এর নেতৃত্বে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ও ফোর্সের সমন্বয়ে অভিযান চালায়। অভিযানে বিশ্বস্ত সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার সকালে রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকার সাতগাড়া গ্রাম থেকে বগুড়া জেলার শিবগঞ্জ থানার আজাহার আলীর ছেলে হাদিউল ইসলাম ওরফে সজিবুর রহমান ওরফে জীবন (৩৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে বগুড়া জেলার সদর থানা এলাকার পীরগাছা বাজার থেকে বগুড়া জেলার গাবতলী থানার রামশ্বেরপুর (মাঝপাড়া) এলাকার মৃত আফছার মোল্লার ছেলে আশারাফুল ইসলাম ওরফে আশরাফ (৩৭)কে তার নিজ মেকানিকের দোকান থেকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ছিনতাইকৃত ব্যাটারি চালিত গাড়িটি (অটো চার্জার) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হাদিউল ইসলাম ওই হত্যাকাণ্ড ও অটো চার্জার গাড়ী ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।