ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মোতালেব (৭০) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। প্রতিমন্ত্রী রবিবার (২১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) এক শোকবার্তায় বলেন, মরহুম মোঃ আব্দুল মোতালেব একজন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। তার মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে হারালো। তার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। প্রতিমন্ত্রী শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।