All Menu

চাঁপাইনবাবগঞ্জে মোবাইল ফোন ও টাকা উদ্ধার করতে গিয়ে যুবকের মৃত্যু

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার শিবগঞ্জে টয়লেটে পড়ে যাওয়া মোবাইল ফোন ও টাকা উঠাতে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। শুক্রবার(১০ জুন) সকালে উপজেলার চকর্কীতি ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াডের লহালামারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবক কামরুল হক (৩৬) উপ-জেলার চকর্কীতি ইউনিয়ন এর ৬ নম্বর ওর্য়াডের লহালামারী গ্রামের আবুল হোসেনের ছেলে। চকর্কীতি ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াড সদস্য শামীম রেজার উদ্ধৃতি দিয়ে চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা জানান, সকালে কামরুল হক তার নিজের কাঁচা টয়লেটে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এসময় তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি টয়লেটে পড়ে যায়। মোবাইল ফোনের কভারের সাথে কিছু টাকাও রাখা থাকায় টাকা ও ফোনটি দ্রুত উদ্ধার করতে গিয়ে টয়লেটের মধ্যে পড়ে যান। এসময় অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে সঙ্গে সঙ্গে মারা যান তিনি। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পারিবারিক-ভাবে লাশ দাফন করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ টয়লেটে একজন পড়ে মারা যাবার বিষয়টি নিশ্চিত করলেও এর কারণ তিনি ব্যাখ্যা করতে পারেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top