All Menu

ক্ষমায় মাহাত্ম্য ভালোবাসায় মুক্তি

অতীতের ব্যথা-যন্ত্রণাদায়ক ব্যাপারগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারার চেয়ে ব্যক্তিগত আর কোন বড় অর্জন নাই। যে ব্যথাগুলো শয়নে-স্বপনে জীবনকে অতিষ্ঠ করে রাখতো, সুখের আঙিনা অসুখের চাদরে ছেয়ে ফেলতো-সেখান থেকে বেরিয়ে আসতে পারার চেয়ে শক্তিশালী আর কিছুই হয় না। যিনি বা যারা আপনাকে মৃত্যু-সম ব্যথা দিয়েছিল, অপূরণীয় ক্ষতি করেছিল তাদেরকে দেখে নেয়ার যে অদম্য ইচ্ছা, প্রতিশোধ নেওয়ার যে তীব্র বাসনা দীর্ঘদিন পুষেছিলেন!-সেটা ভুলে যেতে পারায় যে মাহাত্ম্য সেটা ভাষায় অবর্ণনীয়!
যিনি আপনার ক্ষতি করেছে, আপনিও যদি সেটার প্রতিশোধ নিতে লেগে থাকেন, যারা আপনাকে ঘা দিয়েছে সেই ঘা ফেরত দিতে মুখিয়ে থাকেন তবে আলটিমেটলি আপনাকে যারা কষ্ট দিয়েছিল, ব্যথা পাইয়েছিল তারা তখনও সফল! আপনি তাদের ক্ষমা করে, ভুলে গিয়ে যোজন যোজন এগিয়ে থাকার যে সুযোগ সেটা হাতছাড়া করে এখনও ব্যথার ক্ষত জীবন্ত পুষে রেখেছেন। যার ক্ষতি দীর্ঘদিন আপনাকেই বহন করতে হয়েছে! মনটা পাষাণ হয়েছে! জীবনের সাথে ঘটে যাওয়া সব সৌন্দর্যগুলো আপনি দেখতে পাননি। প্রতিশোধের মনোবাঞ্ছায় জীবনের উপভোগ থেকে বঞ্চিত হয়েছেন!
আপনাকে যার পিছনে টেনে ধরতে চেয়েছিল, যারা আপনাকে আটকে দিতে চেয়েছিল, যারা চায়নি আপনি শিক্ষিত হোন, যে বন্ধু আপনার প্রেমিকা ভাগিয়েছিল, চাকুরির পথে যারা যার ছিল বাঁধা, যে সহকর্মী আপনাকে বসের কাছে ছোট করেছিল-দুই/চারদিন আপনি তাদের ভাবনায় ডুবে থাকতে পারেন, প্রতিশোধের একটু আধটু ইচ্ছা জাগতেও পারে কিন্তু আপনার পরিণত সময়ে সেগুলোকে যদি ভুলে যেতে পারেন, ক্ষমা করে অতীতের দিকে হাসিমুখে তাকাতে পারেন, যারা বাঁধা হয়েছিল তাদের জন্য সাঁকো বানাতে পারেন, তবে আপনি নিশ্চিত জিতে গেছেন! অতীতের খেদ আপনার আক্রোশ না বাড়ালে, অতীতের ক্ষতি প্রতিহিংসা না জাগালে আপনার বিজয় ঠেকাবে কে?

এই জয়গুলোর স্বধর্ম আছে। প্রত্যেকবার আপনার ইচ্ছাশক্তি বাড়িয়ে দেবে। আত্মবিশ্বাস দিয়েই সমাজকে নাড়িয়ে দেবে। যত উপরে উঠতে পারবেন নিচের সবকিছুকে তত ক্ষুদ্র দেখবেন। কে কি বলল, কে কতটুকু ক্ষতির চেষ্টা করলো-সেসব নিয়ে মাথা ঘামাতে হবে না। রাজপথে চলার সময় মেঠো-পথে বাঁধাগুলি অগ্রযাত্রাকে আটকে রাখতে পারে না। বরং বিজয়ের স্রোতে বিষাক্ত হাওয়াও টিকতে না পেরে দূরে পারি দেয়!
অতীতের ক্ষোভ ধরে রেখে সেটার প্রতিশোধ নেয়ার প্রতীক্ষায় থাকার মত জীবনটা তত বড় নয়। যা গেছে পাছে সেটা ভুলে গিয়ে ভবিষ্যতের দিকে দৃষ্টিপাতেই চির-কল্যাণ নিহিত থাকে। জীবনের নিহিতার্থ লাইনগুলো পড়তে হবে। কি হবে প্রতিশোধ নিয়ে? ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ভালোবেসে যা পাওয়া যায় সেটুকুই থলেতে নিন। পথ পাড়ি দেয়ার শেষে যে সলতে জমবে তা বিলাতেও এক হাট লাগবে! যারা ভালোবাসা বিলিয়েছিল পৃথিবী তাদের শ্রদ্ধায় স্মরণ করে! যারা নিয়েছিল প্রতিশোধ, তারাও বিস্মরণ হয়নি, ঘৃণায় আজও তারা আছে। কোথায় থাকবেন, কতোটুকু জয় করবেন-আপনিই ভাবেন!

রাজু আহমেদ।
কলাম লেখক।
[email protected]

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top