All Menu

বছরের প্রথম দিনে খুলনা যশোর মোংলা রুটে ট্রেন চলাচল শুরু

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী বছরের প্রথম দিনে খুলনা-যশোর-মোংলা ট্রেন চলাচল শুরু এবং ঢাকা-কক্সবাজারে নতুন ১টি ট্রেন সংযোজন হবে। মন্ত্রী বুধবার (৬ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে খুলনা-যশোর-মংলা এবং ঢাকা-কক্সবাজার রেললাইনে ট্রেন চলাচল বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়-কালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ঢাকা-কক্সবাজার সেকশনে ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ট্রেন চলাচল শুরু হয়। যাত্রীদের ট্রেনের টিকিটের চাহিদা অনেক বেশি থাকায় এবং যাত্রীদের নিরাপদ চলাচলের কথা বিবেচনা করে বাংলাদেশ রেলওয়ে ঢাকা থেকে কক্সবাজার লাইনে আগামী বছরের জানুয়ারির ১ তারিখ থেকে নতুন আরো একটি ট্রেন সংযোজন করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিক্রমে ট্রেনের নাম নির্ধারণ করা হবে। এছাড়া খুলনা-যশোর-মোংলা সেকশনে জানুয়ারির ১ তারিখ থেকে একটি ট্রেন চলাচল শুরু হবে। নির্ধারিত সময়ে ট্রেন চলাচল না করার বিষয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন নাশকতার আশঙ্কার কারণে সময় অনুযায়ী ট্রেন পৌঁছতে পারছে না এবং স্টেশন থেকে ছাড়তেও বিলম্ব হচ্ছে । নাশকতার বিষয়ে দেশের জনগণসহ সকলকে সজাগ থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য মন্ত্রী সাংবাদিকসহ সকলকে আহ্বান জানান। উল্লেখ্য, খুলনা-মোংলা এবং ঢাকা-কক্সবাজার রেলপথ দু’টি বাংলাদেশ রেলওয়েতে নতুন সংযুক্ত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top