বৈরুত, লেবানন, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান গত ৩০ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ লেবাননের শ্রমমন্ত্রী Mustafa Bayram এর সাথে বৈরুতে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশের রাষ্ট্রদূত লেবাননে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে চারটি প্রস্তাব তুলে ধরেন। উত্থাপিত প্রস্তাবসমূহ হলো: লেবাননে শ্রমবাজার সম্প্রসারণ, শ্রম বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা ও অভিবাসী কর্মীদের স্বার্থে বাংলাদেশ ও লেবানন সরকারের মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করা। লেবাননে বর্তমানে আনুমানিক ২৫-৩০ হাজার বাংলাদেশি কর্মী অনিয়মিত অবস্থায় কর্মরত রয়েছে। অনিয়মিত শ্রমিকদেরকে নির্ধারিত সময় দিয়ে নতুন নিয়োগ কর্তার সাথে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে বৈধভাবে কাজের সুযোগ প্রদান করা। মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা (লেবানিজ পাউন্ড)-এর অস্বাভাবিক দরপতনের কারণে লেবানন সরকার ঘোষিত বিমা সেবার অর্থ অস্বাভাবিক হারে হ্রাস পেয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বিমা কোম্পানিসমূহকে বিমা সুবিধা স্থানীয় মুদ্রার পরিবর্তে মার্কিন ডলারে প্রদানের নির্দেশনা প্রদান করা। লেবাননের নিয়োগকর্তার তত্ত্বাবধানে পৌঁছার পরপরই চুক্তি মোতাবেক অন্যান্য সুবিধার ন্যায় একজন প্রবাসী কর্মীর অনুকূলে বিমা সুবিধা নিশ্চিত করা আবশ্যক । বর্তমানে একজন প্রবাসী কর্মী লেবাননে নিয়োগকর্তার তত্ত্বাবধানে পৌঁছার পর সাধারণত তিন মাস পর এ সুবিধা পেয়ে থাকেন। লেবাননের শ্রমমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূত কর্তৃক উল্লিখিত চার প্রস্তাবের প্রতি তার সরকারের পক্ষ হতে ইতিবাচক সম্মতি জ্ঞাপন করেন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। লেবাননের শ্রমমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন লেবাননে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) বাকী বিল্লাহ, প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।