মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিদেশী মদ ও ইয়াবাসহ ২জনকে আটক করেছে মৌলভীবাজার ডিবি পুলিশ। আটককৃতরা হলেন, শামীম মিয়া (৩৫) এবং সৈয়দ আব্দুস সামাদ (৪৮)। শুক্রবার (১ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দিনগত রাত ৮টার সময় সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের শেরপুর আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শেরপুর আবাসিক এলাকার লন্ডনী আরজত উল্লাহর কলোনিতে অভিযান চালায়। অভিযানে কলোনির ভাড়াটিয়া শামীম মিয়া (৩৫) এবং সৈয়দ আব্দুস সামাদ (৪৮)-কে আটক করা হয়। পরে তাদের তল্লাসি করে শামীম মিয়ার কাছ থেকে ১৭৫ পিস এবং আব্দুস সামাদের কাছ থেকে ৭৫ পিসসহ মোট ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে শামীম মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।