All Menu

আগ্নেয়াস্ত্রসহ ৪টি হত্যা মামলার আসামি গ্রেফতার

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আগ্নেয়াস্ত্রসহ ৪টি হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাকির হোসেন। সে সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের রফিক উল্লাহর ছেলে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দিনগত রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বন্দুক ও দুটি মোবাইল জব্দ করা হয়। র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত জাকির হোসেন ৪টি হত্যা, ৩টি অস্ত্র মামলাসহ ১৫ মামলার আসামি। সে অস্ত্র আইনে মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top