All Menu

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ থেকে ৮ জন, ২ থেকে ৫ জন এবং ৩ থেকে ৪ জনসহ মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন। বুধবার ৩টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ প্রার্থী। চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ আসনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান জাতীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। চাঁপাইনবাবগঞ্জ -৩(সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ: ওদুদসহ অন্যান্য প্রার্থীরা। বুধবার (২৯ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) জেলার ৩টি আসনে মোট ৭টি মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, রনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব জামালউদ্দিন মন্ডল, মহিলা আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক হালিমা খাতুন, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান মসিউর রহমান বাবু, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গাফফার মুকুল, জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়াসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এর আগে রহনপুর বেগম কাচারী সংলগ্ন অফিস থেকে মিছিল সহকারে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমান উপজেলা পরিষদ চত্বরে এসে উপস্থিত হন। মনোনয়ন জমা দিয়ে জিয়াউর রহমান সাংবাদিকদের মাধ্যমে তাকে মনোনয়ন দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই নির্বাচন অংশ গ্রহণমূলক করতে সকল প্রার্থীকে স্বাগতম। তিনি তার বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান। মনোনয়ন জমাদানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম। অন্যদিকে, বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এর কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ গের চাঁপাইনবাবগঞ্জ-৩(সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ। এছাড়াও সদর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর কামরুজ্জামান খান এবং জাকের পার্টির বাবলু হোসেন। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ থেকে ৮ জন, ২ থেকে ৫ জন এবং ৩ থেকে ৪ জনসহ মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top