All Menu

২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রবিবার (২৬ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন। কুষ্টিয়া-২ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। ওবায়দুল কাদের জানান, এই দুই আসনের প্রার্থীর বিষয়ে পরে জানানো হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top