ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যবসায়ীরা হলেন, জয়নাল আবেদীন(৪৮) এবং ইসমাইল হোসেন টিপুকে(৩৬)। রবিবার (১৯ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরে বেগমগঞ্জ থানা এলাকার পৃথক জায়গা থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, বেগমগঞ্জ মডেল থানার এস আই কৃষ্ণ কুমার দাস ও এস আই ফিরোজ চৌমুহনী চৌরাস্তা এলাকায় হরতালের ডিউটি করছিলেন। এ সময় চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন মালাল্লাহ মিষ্টি বিতানের সামনে পাকা রাস্তার উপর ৩ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক দেখে তাদের জিজ্ঞাসাবাদ করতে যায়। পরিস্থিতি বুঝতে পেরে দুই জন পালিয়ে গেলেও ১ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ কালে সে তার পায়ে ফুটবল খেলার এ্যাংলেট দিয়ে বিশেষ কায়দায় ইয়াবা লুকায়িত আছে স্বীকার করে। পরে আটককৃত জয়নাল আবেদীন(৪৮) কাছে থেকে বিশেষ কায়দায় লুকায়িত কালো পলিথিনের ব্যাগের ভরা ৯১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক জয়নাল কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার ৩নং ওয়ার্ডের উত্তরধুরুং পাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। পরে তার স্বীকারোক্তি মতে চৌমুহনী পৌর এলাকার ৩নং ওয়ার্ডের আলীপুর আজগর হাজী বাড়ির মৃত নুরুজ্জামানের ছেলে ইসমাইল হোসেন টিপুকে(৩৬) আটক করা হয়। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ইয়াবা জব্দের পর তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলার পর তাদের গ্রেফতার দেখিয়ে জেলা হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।