আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজশাহীতে কর্মক্ষেত্র থেকে ফেরার পথে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদকে কুপিয়ে হত্যার ঘটনায় তার নিজ গ্রাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) সকালে চর দেবিনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চিকিৎসককে রাতের অন্ধকারে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় নিহত ডা. গোলাম কাজেম আলী আহমেদের নিজ গ্রাম দেবিনগরের বাসিন্দা ও স্বজনরা। মানববন্ধনে হত্যার ১৯ দিন পরেও কোন আসামী গ্রেফতার না হওয়ায় এর প্রতিবাদ জানিয়ে দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীতে চর্মরোগের জন্য একজন জনপ্রিয় বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন কাজেম আলী। অথচ চিকিৎসা দিয়ে ফেরার পথে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। কিন্তু তিনি সবসময়ই মানুষকে নি:স্বার্থভাবে চিকিৎসা সেবা দিয়েছেন। এখন তার সেবা থেকে বঞ্চিতদের মাঝে হাহাকার বিরাজ করছে। অথচ ঘটনার ১৯ দিন পেরিয়ে গেলেও পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। যা অত্যন্ত হতাশাজনক। নিহত ডা. কাজেম আলীর প্রতিবেশীরা আরও বলেন, একজন মানবিক চিকিৎসক হিসেবে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পরিচিত ছিলেন তিনি। আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারের নিকট অনুরোধ, সুষ্ঠু তদন্ত করে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি কার্যকর করা হোক। তা না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, দেবিনগর দাখিল মাদরাসার সহ-সুপার মো. ইসমাইল হোসেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ডা. কাজেমের চাচাতো ভাই মো. আনোয়ারুল হক, আলাতুলি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম, দারুল আসহাব হাফেজিয়া মাদরাসা প্রধান শিক্ষক আব্দুল বারী, চর দেবিনগর জামে মসজিদের ইমাম ফুরকান আলী, গোদাগাড়ী হরিণবিসকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মো. আখতারুজ্জামান। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নিহত ডা. কাজেমের প্রতিবেশী ও স্বজনরা। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর মধ্যরাতে রোগী দেখে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ গোলাম কাজেম আলী আহমেদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।