ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহ নগরীতে বেলুন বিক্রেতার ঘরে রাখা বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সময় দগ্ধ হয়েছেন অন্তত ১১ জন। পরে তাদের মমেক হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণের সময় দু’টি টিনের চালা উড়ে গেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুর দেড়টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি দক্ষিণ-পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।দুর্ঘটনায় ৬ শিশু ছাড়াও দু’জন নারী ও তিনজন পুরুষ দগ্ধ হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। দগ্ধরা হলেন, চরকালীবাড়ি এলাকার তারিকুল ইসলাম (৩৫), সোহেল (৫০), ইসমাইল (২৫), সালমা( ২৫), কোহিনুর (৪০), ইয়াসিন (৫), সুলেমান (৫), রাহিম (৪), তানজিনা (৪), মিম (৫) ও মানিক (৯)। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মাইন উদ্দিন আহমেদ জানান, দগ্ধদের সার্জারি বিভাগের ৬, ১০ ও ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিন বলেন, চর কালীবাড়ির দক্ষিণ-পাড়া এলাকার ইদ্রিস আলীর ভাড়া বাসায় এক বেলুন বিক্রেতা বসবাস করতেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঘরে রাখা ওই সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১১ জন আহত হয়েছেন। বিস্ফোরণের সময় দু’টি টিনের চালা উড়ে গেছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ এ বিষয়ে বলেন, এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।