ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শুক্রবার ১০ নভেম্বর শহীদ নুর হোসেন দিবস। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক ঐতিহাসিক দিন। ১৯৮৭ সালের এই দিনটিতে স্বৈরাচারী এরশাদ সরকার বিরোধী আন্দোলনে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক,’ বুকে পিঠে এই স্লোগান লিখে জিরো পয়েন্টে (বর্তমান নুর হোসেন স্কয়ার) এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন তিনি। নুর হোসেনের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। অবশেষে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পার্ঘ নিবেদন করেন পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মুজিবর রহমান, কমরেড আবুল হোসাইন, কমরেড জাকির হোসেন রাজু, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড মিজানুর রহমান, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কেন্দ্রীয় বিকল্প সদস্য কমরেড কিশোর রায়, মুর্শিদা আখতার নাহার, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক খান মোঃ রুস্তম আলী, ঢাকা মহানগর কমিটির সদস্য কমরেড তাপস দাস, কমরেড শিউলী সিকদার, কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড অতুলন দাস আলো প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।