আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মতি বাজার এলাকায় ৪ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ থেকে সজিব বাবু (২২) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়। নিখোঁজ ওই ব্যক্তিকে খুঁজে পেতে পরিবারের লোকজন থানায় জিডি করেছে। পরিবার সূত্র জানায়, নিখোঁজ ব্যক্তি মোবারকপুর ইউনিয়নের মতি বাজার গ্রামের বাসির উদ্দিন এর ছেলে সজিব বাবু (২২) বাড়িতে কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, ৪ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রাত ১২টায় তার মোবাইলে কল দিলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজনদের বাড়ি অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবারের লোক। নিখোঁজ সজীব বাবুর স্ত্রী সাদেকা খাতুন জানান, আমার স্বামী ঢাকায় কাজ করে আমাদের পরিবারের কাউকে না বলে গত চার তারিখে বাড়ি থেকে বের হয়ে যায় পর্যন্ত দিনের বেলায় মোবাইল ফোনে যোগাযোগ হলে ও রাত ১২টার পরে আর মোবাইলে যোগাযোগ করতে পারিনি। এখন পর্যন্ত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। আমার ছেলে মেয়ে দুটা বাবার জন্য সব সময় শুধু কাঁদছে। আমার স্বামীকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের সহযোগিতা চাই। তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, সজীব বাবু নামে ব্যক্তির নিখোঁজ জিডি তদন্ত করা হচ্ছে তবে সে ঢাকায় কাজ করে। তার লোকেশন বর্তমানে ঢাকা দক্ষিণ খান দেখাচ্ছে। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।