All Menu

বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিক ও ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদ। মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাছমিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুল হুদা অলক, মসজিদের ইমাম, কাজি, পুরোহিত, ফাদার অন্যান্য ধর্মের প্রতিনিধি। সার্বিক উপস্থাপনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, প্রেজেন্টেশন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ। মতবিনিময় সভায় জেলার ৩০ জন সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভাটি জেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top