মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ফেইক আইডি দিয়ে ফেসবুকে লেখালেখির ঘটনায় মৌলভীবাজারে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। নিহত কলেজ ছাত্রের নাম নাঈম(২১)। তিনি মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র ছিলেন। বুধবার (৮নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা-রত অবস্থায় তার মৃত্যু হয়। হত্যার অভিযোগে সোহান নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত কলেজ ছাত্র নাঈম শমসেরনগর সড়কস্থ নববধূ ডেকোরেটার্স এর প্রোপ্রাইটার ও বর্ষিজোড়া টিবি হাসপাতাল রোডস্থ মোঃ চেরাগ মিয়ার পুত্র। নিহত কলেজ ছাত্রের বাবা জানান, মঙ্গলবার (৭নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে পাশের বাড়ির নুরুল মিয়া, রনি ও সোহান দেশীয় অস্ত্র-নিয়ে বাসায় ঢুকে হামলা করে। হামলাকারীরা রেজাউল করিম নাঈমকে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা-রত অবস্থায় বুধবার (৮নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মোঃ চেরাগ মিয়া আরও জানান, হামলার সময় বাসার ভেতরে নুরুল মিয়া, রনি ও সোহান প্রবেশ করে। বাসার বাইরে তাদের সহযোগী হিসাবে ১০/১২জন ছিলেন। এর মধ্যে কিছু পরিচিত ও কিছু অপরিচিত লোকজন। হামলার পর হত্যাকারী নুরুলের স্ত্রী ঘটনার আলামত মুছে ফেলার জন্য পানি ভর্তি বালতি দিয়ে রক্ত পরিষ্কার করে অন্যত্র ফেলে দেয়। তিনি এ ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। ঘটনার সত্যতা জানতে টিবি হাসপাতাল রোডস্থ নুরুল গংদের বাসায় গিয়ে দেখা যায় ঘরটি তালাবন্ধ করে পালিয়েছে হামলাকারীরা। নুরুল এর বড় ভাইয়ের সাথে কথা বলতে চাইলে, তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ বলেন, ১জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।