আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চলমান অবরোধে নাশকতার জন্য রাখা ৫ টি অবিস্ফোরিত ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার (৮নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি থেকে ককটেলগুলো উদ্ধার করে র্যাব-৫। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র্যাব। এ বিষয়ে বুধবার সকালে র্যাব-৫ কোম্পানি কমান্ডারের কার্যালয় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান রাজনৈতিক সহিংসতায় দুষ্কৃতি ও নাশকতাকারী সন্ত্রাসীদের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল মঙ্গলবার দিনগত গভীর রাত ১ টায় বুধবার (৮ নভেম্বর) জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর কুথানীপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় মৃত বিশারত আলীর ছেলে বাদলের (৪৫) বাড়ির পেছনে একটি সিমেন্টের ব্যাগে ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিট রাজশাহীর মাধ্যমে ৫ টি অবিস্ফোরিত ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত বোম সদৃশ ককটেলগুলো জিডি করে নবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অধিনায়ক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।