All Menu

আইভিআই এর বোর্ড অফ ট্রাস্টির মেম্বার হলেন অধ্যাপক এহসানুল কবির জগলুল

অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল, সংগৃহীত চিত্র।

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আন্তর্জাতিক ভ্যাকসিন ইন্সটিটিউটের (আইভিআই) বোর্ড অব ট্রাস্টির মেম্বার হিসাবে নির্বাচিত হলেন এসেনসিয়াল ড্রাগস এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল।
মঙ্গলবার (৩১ অক্টোবর) গ্লোবাল কাউন্সিলে প্রতিষ্ঠানটির মহাপরিচালক জেরোম এইচ কিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নিয়োগের তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, তাকে বোর্ড অব ট্রাস্টি হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি বাংলাদেশ সরকার এবং গ্লোবাল কাউন্সিলের প্রতিনিধিত্ব করবেন। এবিষয়ে ডা: জগলুলকে শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগসের এমডি ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন ২০১৪ সাল থেকে। তিনি তৃণমূল পর্যায়ে বিনামূল্যে সরকারি ওষুধ পৌঁছে দিতে ওষুধ উৎপাদনের নেতৃত্বের পাশাপাশি সরকারিভাবে ভ্যাকসিন উৎপাদন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি এসেনসিয়াল বায়োটেক ও রিসার্স সেন্টার নামে এডিবির যৌথ অর্থায়নে ভ্যাকসিনের একটি প্রকল্প পাশ হয় একনেকে, যার নেতৃত্বও দিচ্ছেন ডা: জগলুল। তিনি বাংলাদেশ ডার্মাটোলজি অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পরিচালনা পরিষদের নির্বাহী সদস্য। সংবাদ বিজ্ঞপ্তির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top