All Menu

ম্যানচেস্টারে জাতীয় সংবিধান দিবস পালিত

ম্যানচেস্টার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ সহকারী হাইকমিশন, ম্যানচেস্টারে যথাযোগ্য মর্যাদায় গত ৪ নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। সহকারী হাইকমিশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ‘জাতীয় সংবিধান দিবস’ এর গুরুত্ব ও তাৎপর্যের ওপর আলোচনা করা হয়। সহকারী হাইকমিশনার দিবসটি উপলক্ষ্যে উল্লেখ করেন যে, স্বাধীনতার পর পরই দেশ পুর্নগঠনের অংশ হিসেবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও ঐকান্তিক প্রচেষ্টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান রচিত হয়েছিল। মাত্র ১ বছরের কম সময়ে সংবিধান রচনা ও কার্যকর করা বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা। তিনি ‘জাতীয় সংবিধান দিবস’ এর তাৎপর্যের ওপর আলোকপাত করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংবিধানের মর্যাদা অক্ষুন্ন রাখতে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top