মিসর, কায়রো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মিসরে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ৫ নভেম্বর যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দূতাবাস কনফারেন্স রুমে ‘জাতীয় সংবিধান দিবস’ পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনা সভায় রাষ্ট্রদূত সামিনা নাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর বক্তব্যে জাতির পিতার অবিসংবাদিত নেতৃত্বে একটি স্বাধীন বাংলাদেশ নির্মাণ ও নতুন জাতি গঠনে অতি অল্প সময়ে জাতিকে সংবিধান উপহার দেয়ার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন, যা স্বল্পতম সময়ে আমাদের জাতির পিতার নেতৃত্বে রচিত হয়েছিল। রাষ্ট্রদূত আরো উল্লেখ করেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নে নিরন্তর কাজ করে যাচ্ছে। তিনি সকল প্রবাসীকে নিজ নিজ অবস্থান থেকে একটি আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে যার যার সাধ্যমত অবদান রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।