All Menu

একটি দল দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে

বোদা, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে, একটি দল সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। মন্ত্রী রবিবার (৫ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) পঞ্চগড়ের বোদা উপজেলায় ময়দানদিঘী ইউনিয়নের গাইঘাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার মুক্তিযুদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন প্রকারের ভাতা দিয়ে যাচ্ছে। টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিতরণ করা হচ্ছে। কৃষকদের ন্যায্যমূল্যে সার, বীজ বিতরণ করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। একসময় এই রংপুর অঞ্চলে মঙ্গা চলতো, এখন সকলের চেহারা দেখে বুঝা যাচ্ছে যে এখন আর আমাদের দেশে কোন মানুষ না খেয়ে থাকে না, কোন মানুষ অভাবে নেই, সকলেই ভালো আছে এবং শেখ হাসিনার উন্নয়ন সর্বত্র বিরাজমান রয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ আজ আর স্বপ্ন নয় এটা বাস্তব, তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে এখন সকলের হাতে মোবাইল আছে এই মোবাইলের মাধ্যমে সকলেই এখন পৃথিবীর সকল খবর মুহূর্তের মধ্যেই পেয়ে যাচ্ছে। মন্ত্রী আরও বলেন, রংপুর থেকে ঢাকা মহাসড়কটি ছয় লেনে উন্নীত করা হবে। এখন পঞ্চগড় থেকে তিনটি ট্রেন যাতায়াত করে যার ফলে পঞ্চগড় থেকে দেশের সকল স্থানে ট্রেন যোগাযোগের মাধ্যমে আমরা যাতায়াত করতে পারছি এটা হলো বর্তমান সরকারের উন্নয়ন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top