আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে পাথর বোঝায় ট্রাক চাপায় আরাফাত হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আরাফাত একই উপজেলার ঢোড়বোনা গ্রামের মো.নাঈম আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শিশু আরাফাত ইজি-বাইকে মায়ের সাথে হরিনগর নানার বাড়ী যায়। এসময় শিশুটি নানা কে দেখে ইজিবাইক থেকে নেমে দৌড় দেয়। এমন সময় সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন থেকে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ট্রাকটি জব্দ করে থানা পুলিশকে খবর দেয়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও তার সহকারি। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।