ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সরকার গৃহীত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) প্রতি বছরের ন্যায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নিয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের মূল প্রতিপাদ্য ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি কেন্দ্রীয় ও আঞ্চলিক-ভাবে বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৩ বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছেন। শনিবার (১৭ জুন ২০২৩) বাফওয়া সভানেত্রী তাহমিদা হান্নান কেন্দ্রীয় বাফওয়া অফিস প্রাঙ্গণে ফলজ চারা রোপণ করার মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন। একই কর্মসূচীর আওতায় বিমান বাহিনী সকল ঘাঁটি/ইউনিটের আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখা সমূহেও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হচ্ছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ০৫ জুন ২০২৩ তারিখে শুরু হয় জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৩। বৃক্ষ রোপণের প্রাক্কালে বাফওয়ার সম্মানিত সভানেত্রী উপস্থিত সকলকে মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সকলকে বাড়ির আঙ্গিনায় খালি জায়গায় গাছ লাগানোর উদ্যোগে গ্রহণের আমন্ত্রণ জানান। বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্যোগের পরে বাফওয়া সভানেত্রীসহ উপস্থিত সকলে দেশের পরিবেশ রক্ষাসহ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষায় মহান আল্লাহর কাছে মোনাজাত করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।