All Menu

সোনাইমুড়ী পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালী সোনাইমুড়ী পৌরসভার সমন্বিত ফ্যেক্যাল স্লাজ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সোনাইমুড়ী বগাদিয়া বারাহীপুর মৌজায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন নোয়াখালী-১(চাটখীল-সোনাইমুড়ী)আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম এমপি। উপজেলার বগাদিয়া বারাহীপুর মৌজায় অবস্থিত দেড় একর জায়গায় প্রতিষ্ঠিত প্ল্যান্টটির ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী পৌরসভা মেয়র ভিপি নুরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু, পৌরসভা প্যানেল মেয়র জহিরুল ইসলাম ভূঁইয়া, হাফেজ আবু বকর সিদ্দিক দুলাল, কাউন্সিলর জে এস জাকির হোসেন লাতু, জামাল উদ্দিন, তাজুল ইসলাম, বাজার বণিক সমিতি কার্যকরী সভাপতি নাছির উদ্দীন হিরণ পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে সোনাইমুড়ী পৌর এলাকার ময়লা আবর্জনার অব্যবস্থাপনায় ভুগছিল পৌর বাসিন্দারা। সঠিক জায়গা এবং সরকারি প্রকল্পের জন্য পৌর এলাকার বর্জ্য কৌশল্যারবাগ এলাকায় রাখার কারণে পথচারী এবং বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হতো। সমন্বিত ফ্যেক্যাল স্লাজ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনের ফলে অবশেষে সেই দুর্ভোগের লাঘব টানবে বলে মনে করেন সোনাইমুড়ী পৌরসভার বাসিন্দারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top