নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রবিবার জেলার পত্নীতলা উপজেলা সদর নজিপুর বাস-স্ট্যান্ড এলাকায় সোনালী ব্যাংক পিএলসি নওগাঁর নবনির্মিত এটিএম বুথ চালু করা হয়েছে। “চতুর্থ শিল্প বিপ্লবের দার প্রান্তে বাংলাদেশ, ডিজিটাল ও স্মার্ট ব্যাংকিং সেবা দিতে গ্রাহকের দ্বারে সোনালী ব্যাংক এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক সেবা পিএলসির জেনারেল ম্যানেজার মীর হাসান মোহা: জাহিদ এর সভাপতিত্বে এবং সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ অলিউজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে নবনির্মিত এটিএম বুথের উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন ডিজিএম শাহাদাত হোসেন, প্রিন্সিপাল অফিসার তুহিন তৌহিদ, অ্যাসিসস্টেন্ট জেনারেল ম্যানেজার পিএসটু চেয়ারম্যান আল মামুন, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস রাজশাহীর আহসান রেজা, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নওগাঁর বাসার আহমেদ, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, নওগাঁ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল হক, সোনালী ব্যাংক পত্নীতলা শাখার ব্যবস্থাপক স্বপন হোসেন, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সূধীজন প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।