ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি রবিবার (০৪ জুন ২০২৩) পার্বত্য চট্টগ্রামের বান্দরবান রিজিয়ন পরিদর্শন করেন। পরিদর্শন-কালে তিনি বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সকলস্তরের সেনাসদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। তিনি শনিবার (৩ জুন) বান্দরবানে গমন করেন এবং রবিবার (৪ জুন) পরিদর্শন শেষে ঢাকায় প্রত্যাবর্তন করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, বিজিবি মহাপরিচালক এবং ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া কমান্ডার, সেনাসদর ও ২৪ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সামরিক কর্মকর্তা; জেসিও এবং অন্যান্য পদবীর সেনা সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধানের এ সফর পার্বত্য চট্টগ্রামের সকলস্তরের সেনা সদস্যদের মনোবল সুদৃঢ় করবে এবং নতুন উদ্যমে দায়িত্ব পালনের অনুপ্রেরণা যোগাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।