ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, ভাষা সৈনিক মরহুম এম শামছুল হক আজীবন গণমানুষের কল্যাণে কাজ করেছেন। শনিবার ভাষা সৈনিক মরহুম এম শামছুল হকের ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফুলপুর উপজেলা আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভাষা সৈনিক মরহুম এম শামছুল হক বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত এবং গণমানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। এর স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুরবাসী তাকে পাঁচবার সংসদ সদস্য এবং একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার জনকল্যাণ এবং দেশের সংস্কৃতি ও ভাষার অধিকার আদায়ে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে একুশে পদকে ভূষিত করেছেন। তারাকান্দা ও ফুলপুরের সর্বস্তরের জনগণও এই অসামান্য অর্জনের অংশীদার।
অনুষ্ঠানের ফুলপুর উপজেলা আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।