ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের দক্ষিণ অভিরামপুরে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ও চোরাই মালামালসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ অভিরামপুর গ্রামের চিহ্নিত মাদককারবারী বাবরের ঘরে থানার এস.আই তানভীরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় ১ হাজার পিস ইয়াবা ও স্পিড বোতল, জুস, সাবান, সয়াবিন তৈলসহ কয়েক বস্তা চোরাই মালামাল জব্দ করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, মাদক কারবারি বাবরের আত্মীয় দেলোয়ার হোসেন, আজাদ মিয়া, কুসুম আক্তার। অভিযানের টের পেয়ে পালিয়ে যাওয়ায় বাবরকে আটক করা সম্ভব হয়নি। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর জাহেদুল হক রনি জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও চোরাই মালামাল সহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।