All Menu

দৈনিক মৌমাছি কন্ঠ অফিস পরিদর্শন করলেন পরিকল্পনা মন্ত্রী

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার অফিস পরিদর্শন করলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বুধবার (২৪ মে) দুপুরে তিনি পত্রিকা অফিস পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, এম এ রহিম শহিদ সিআইপি, ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, পরিচালনা বোর্ড ও ডিরেক্টর প্যানেল এর ডা: একে এম জিল্লুল হক, ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী ও শামীম তরফদার প্রমুখ। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও সরকারের সকল উন্নয়নের বলিষ্ঠ ভূমিকা রাখবে মৌমাছি কন্ঠ এই প্রত্যাশা রাখি। পত্রিকার নিয়মিত প্রকাশনায় সন্তুষ্টি প্রকাশ করে আরো বলেন, মৌলভীবাজারে একটি নিয়মিত দৈনিক। আমার পক্ষ থেকে সব সময় সহযোগিতা থাকবে। সকল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। অপরদিকে, শহরের রেস্ট ইন হোটেলে ‘মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন। জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, ক্যাম্পেইন গ্রুপের সমন্বয়ক মোহম্মদ মকিস মনসুর প্রমুখ। এছাড়াও তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৩ এর ফিতা কেটে উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top