ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন উপলক্ষে ১৪ দল রাজশাহীর সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় রাণীবাজারস্থ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে বিকাল ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ১৪ দলের কর্মী সভা অনুষ্ঠিত হবে। আগামী ২ জুন বিকাল ৪টায় ১৪ দলের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হবে। সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর ন্যাপ সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাসেত হোসেন প্রামাণিক, জেলা ন্যাপের সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক প্রদীপ মৃধা, সাম্যবাদী দলের সম্পাদক এসএম ওমর ফারুক, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য মনির উদ্দিন, আব্দুল মমিন, নাজমুল করিম অপু, জাসদ, রাজশাহী মহানগরের দপ্তর সম্পাদক গাজী মোঃ আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।