আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সেবা গ্রহীতাদের সহজে ভূমি সংক্রান্ত সেবা দিতে ভূমি অফিসের সকল কার্যক্রম ডিজিটাল করেছে বর্তমান সরকার। দালাল বা অসাধু কারো সাথে যোগাযোগ না করার পরামর্শ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী প্রধান অতিথির বক্তব্য তিনি এ পরামর্শ দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক আনিছুর রহমান খান, সদর উপজেলার এসিল্যান্ড নাইমা খানসহ অন্যান্যরা। শেষে অধিগ্রহণ-কৃত ভূমির মালিকদের চেক প্রদান করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।