জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জমির খাজনা খারিজ প্রদানে শহর থেকে গ্রামান্তরে স্মার্ট ভূমি সেবা বিষয়ে জন-সাধারণ কে অবগত কারার আলোকে বিরামপুরে ভূমি-সেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বেলা ১২ টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেন পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উম্মে কুলছুম বানু, ওসি সুমন কুমার মহন্ত, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল ইসলাম,বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-গন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক / ছাত্র-ছাত্রী, উপজেলার ইউনিয়ন পর্যায়ের ভূমি কর্মকর্তা গনসহ আরো অনেকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।