ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড় জেলা পুলিশের উদ্যোগে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন সেবা প্রদান করা হয়েছে। রবিবার (২১ মে) বেলা ১২টার সময় দীপ আই কেয়ার ফাউন্ডেশনের সহায়তায় পঞ্চগড় জেলা পুলিশ লাইনে এই চক্ষু সেবার আয়োজন করে পঞ্চগড় জেলা পুলিশ। এ সময় পঞ্চগড় জেলার ৫ টি থানার মাধ্যমে আক্রান্ত রোগীদের শনাক্ত করে চোখে ছানিসহ চোখের বিভিন্ন সমস্যার প্রায় ৩০০ জন নারী- পুরুষকে চক্ষু সেবা প্রদান করা হয়। এর মাঝে দিনভর চিকিৎসা সেবা প্রদান করে গুরুত্বর চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের শনাক্ত করে সোমবার (২২ মে) রংপুরে অপারেশনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কনক কুমার দাস, দীপ আই কেয়া ফাউন্ডেশনের পরিচালক ফিরোজ আলম সাইফুল্লাহ, ফাউন্ডেশনের চক্ষু ডাক্তার সাজ্জাদুর বারী, ডাক্তার মুসফিকুল আলম, পঞ্চগড় পুলিশ হাসপাতালের ডাক্তার আসাদুজ্জামান আসাদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।