All Menu

দ্বারিয়াপুর হাজী পরিষদের উদ্যোগে বিদায় অনুষ্ঠান

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বারিয়াপুর হাজী পরিষদ ও হাফিজিয়া মাদ্রাসা কমিটির উদ্যোগে দ্বারিয়াপুর হাট প্রাঙ্গণে নবাগত ৪০০জন হাজী সাহেবগণ পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে গমন করবেন সেই পবিত্র মানুষদের নিয়ে দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান, মেয়র, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সভাপতি, হাজী পরিষদ। বিদায় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আলহাজ্ব আব্দুল মতিন মাওলানা সাবেক মেয়র চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ রুহুল আমিন, চেয়ারম্যান, জেলা পরিষদ চাঁপাইনবাবগঞ্জ। এ সময় সম্মানিত বক্তারা বলেন, যে উদ্দেশ্য নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাচ্ছি সেটা যেন মনের আশা পূরণ হয় এবং আমারও যেন পুনরায় হজ্ব পালন করে দেশে আসতে পারি এবং সকলকে নেক হায়াত দান করুক। আমাদের বাংলাদেশের জন্য দোয়া করি। এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব অধ্যক্ষ, আব্দুল জলিল, সভাপতি, পৌর আওয়ামী লীগ, চাঁপাইনবাবগঞ্জ। কৃষিবিদ মোঃ রোকন-উজ্জামান, সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগ, চাঁপাইনবাবগঞ্জ। মোঃ একরামুল হক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আকতারুল ইসলাম, পরিচালক, রনক অটো রাইস মিলস, চাঁপাইনবাবগঞ্জ। আলহাজ্ব মোঃ আবুল কাসেম, হজ্ব কাফেলা হুদায়বিয়া ট্রাভেলস, চাঁপাইনবাবগঞ্জ। মোঃ আব্দুল জাব্বার, হজ্ব কাফেলা রাজ ট্রাভেলস, চাঁপাইনবাবগঞ্জ। মোঃ আব্দুল আজিজ, পরিচালক, হজ্ব কাফেলা রাজ ট্রাভেলস, চাঁপাইনবাবগঞ্জ হাজী পরিষদ, দ্বারিয়াপুর, চাঁপাইনবাবগঞ্জ। এছাড়াও নবাগত হাজী ও দারিয়াপুর গোরস্থান হাফিজা মাদ্রাসার ছাত্র আশেপাশের গণ্যমান্য ব্যক্তিবর্গ গন জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top