মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর আয়োজনে “নিরাপদ অভিবাসন বিষয়ক প্রচারণা ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) সকালে মৌলভীবাজার ডিইএমও হল রুমে কেন্দ্রে মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন এর সভাপতিত্বে ও রেডিও পল্লী কন্ঠ সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসান এর উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আকতার হুসেন, মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অফিসের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। এছাড়া বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক আকমল হোসেন নিপু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, এখন টিভি‘র জেলা প্রতিনিধি এম.এ হামিদ। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, জনশক্তি জরীপ কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান আকন্দ, সময় টিভি‘র জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ প্রমুখ। বিদেশ গমনেচ্ছু পুরুষ-নারী, মসজিদের ইমাম, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীর লোকজন সেমিনারে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।