All Menu

মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে মিলি (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মিলি তালমা ফকিরপাড়া এলাকার সমির উদ্দীনের স্ত্রী। সোমবার (১৫ মে) দিনগত রাতে জেলা সদরের ধাক্কামারা এলাকার ট্রাক টার্মিনালে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মেয়ের স্বামী রিপন ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ত্রী ও শাশুড়িকে নিয়ে মোটরসাইকেলে করে ট্রাক টার্মিনাল এলাকায় নানা শ্বশুরের বাড়িতে যাচ্ছিলাম। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে অসাবধান-বসত পড়ে যান তিনি। এতে মাথায় আঘাত পেলে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পথে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top