All Menu/p>

বিরামপুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মাঝে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় দিকে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধান অতিথি হিসেবে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য শিবলী সাদিক এমপি। এসময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আককাস আলী, উপজেলা ভাইস-চেয়ারম্যান মেসবাউল ইসলাম মন্ডল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী, ভ্যাটেরিনারি সার্জন ডা. আব্দুল মোমিন, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. এ,এম,এস গোলাম মর্তুজা, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মো. মোজাম্মেল হক। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী জানান, অনুষ্ঠানে উপজেলায় ২৮৪টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২টি করে ভেড়া ও ঔষধ বিতরণ করা হয়। তিনি আরও বলেন, পরবর্তীতে ঠিকাদারের মাধ্যমে গৃহ নির্মাণ জন্য টিন, পিলার ও ফ্লোর ম্যাট উপকরণ বিতরণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top