All Menu

৮ দফা দাবিতে আদিবাসীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ন নীতিমালা-২০১২’র বাস্তবায়নসহ আদিবাসীদের জমি, জলাধার, সমাধিস্থান রক্ষা, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০’র ৯৭ ধারার যথাযথ প্রয়োগসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জের সমতলের জেলা ও উপজেলার আদিবাসী সংগঠনগুলো। সোমবার (১০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও জেলা-উপজেলার বিভিন্ন আদিবাসী সংগঠন সমূহ এই মানববন্ধনের আয়োজন করে। উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির তথ্য, যোগাযোগ ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম মানববন্ধনে লিখিতভাবে ৮ দফা দাবি তুলে ধরেন। উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমুর সভাপতিত্বে এ সময় দাবি দাওয়া নিয়ে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আদিবাসী নেতা মনিকা সরেন, দানিয়েল হাঁসদা, সন্তোষ টুডু, এডভোকেট প্রভাত টুডু প্রমুখ। পরে জেলা প্রশাসক একেএম গালিভ খানের কাছে স্মারকলিপি প্রদান করেন আদিবাসী নেতারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top