আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: “রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব-গঠন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ এক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আহমেদ মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন, সিভিল সার্জন ডা. এস. এম. মাহমুদুর রশিদ, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ উল্মে কুলসুম, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ আব্দুস সামাদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।