মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার ইয়াসিন আলী ওরফে কালা বাবুলকে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১টায় কমলগঞ্জ থানা এলাকার ৫নং সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে চৈতন্যগঞ্জ গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে। পুলিশ সূত্র জানিয়েছে, ডাকাত সর্দার ইয়াসিন আলী ওরফে কালা বাবুল মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ১১টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। গোপন সংবাদ পেয়ে সোমবার দিনগত রাতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় এবং একটি পুলিশ দল ওই ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মোহসিন জানান, গ্রেফতারকৃত ইয়াসিন আলী ওরফে “কালা বাবুল” ডাকাত দলের সক্রিয় সদস্য। সে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। তাকে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।