ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: অদিতি সংগীত নিকেতনের আয়োজনে প্রতি বছর বসন্ত উৎসব উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছর ১৬, ১৭ ও ১৮ মার্চ চট্টগ্রাম সিটির উত্তর কাট্টলী ঈশান মহাজন এলাকায় তিন দিন ব্যাপী বসন্ত উৎসব ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, দলীয় সঙ্গীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় বীজন নাট্য গোষ্ঠীর নিয়মিত প্রযোজনা নাটক ‘শিখা চিরন্তন’ শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ছয়টায় মঞ্চস্থ হবে। নাটকটিতে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা লাভে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অবদান, ১৯৭৫ পরবর্তী বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা ও তার অবদান অস্বীকার করার ষড়যন্ত্র এবং পরবর্তী প্রজন্ম ওই ষড়যন্ত্র থেকে বের হয়ে আসার বিষয়টি তুলে ধরা হবে। দীপক চৌধুরীর রচনায় ও মোশাররফ ভূঁইয়া পলাশের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করবেন সায়েম উদ্দিন, মোহাম্মদ রাশেদুল হাছান, আবদুল মান্নান, উম্মে কুলসুম কেয়া, রহিমা আক্তার প্রমা, জান্নাতুল ফেরদৌস দৃষ্টি, সৌরভ পাল, মোশারফ ভূঁইয়া পলাশ। সংবাদ বিজ্ঞপ্তির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।