All Menu

ফেনসিডিলসহ ২ জন আটক

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ফেনসিডিলসহ র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের হাতে ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। ১২২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতারকৃতরা হচ্ছে, রাজশাহী জেলার দামকুড়া থানার পুরাতন কসবা গ্রামের মোঃ মিলন হোসেনের ছেলে মোঃ আলামিন @ অপু (২৫), এবং একই জেলার চন্দ্রিমা থানার মোঃ বাদশা শেখের ছেলে মোঃ মেহেদী হাসান বাপ্পি (২৯)। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার (৯ মার্চ) দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার একুমোড় হতে পূর্ব দিকে জহুরপুর পাকা রাস্তার উপর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ১২২ বোতল ফেনসিডিলসহ মোঃ আলামিন @ অপু ও মোঃ মেহেদী হাসান বাপ্পি কে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top