ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ২০২৩ সম্পন্ন হয়েছে। রবিবার বিকালে স্কুল প্রাঙ্গণে স্কুল কর্তৃপক্ষ এই ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি সহিদ উল্যাহ’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সফি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও স্কুলের সাবেক বিদোৎসাহী সদস্য আক্তারুজ্জামান আনসারী। এর আগে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম পাটওয়ারী, সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও ডেল্টা হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ আবদুল্যাহ ফারুকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাবেক বিদোৎসাহী সদস্য আলী আকবর, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, অভিভাবক সদস্য ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজিবুল হক ভাসানী, মিজানসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।