ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দেশের প্রথম পূর্ণাঙ্গ শরীয়াহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর চৌমুহনী শাখার উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্রাহকদের জন্য মুদারাবা ওমরা ডিপোজিট স্কিম নামে ১টি নতুন প্রোডাক্ট চালু হয় যা দিয়ে গ্রাহক-গন ১ বছর থেকে ৫ বছরের জন্য হিসাব খুলে আকর্ষণীয় মুনাফাসহ নগদায়ন করে ওমরা পালন করত পারবেন। অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম জানান, দেশের আর্থিক খাতে আইএফআইএল একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে এবং দেশের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।শাখা ব্যবস্থাপক আরও বলেন, প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে সফলতা ও অর্জনের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। এই সময় চৌমুহনীর বিভিন্ন বিশিষ্ট ব্যবসায়ীগণ ও আইএফআইএর বিপুল সংখ্যক গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।