মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর কার্যনির্বাহী সদস্য, ইতালি প্রবাসী, তরুণ লেখক ও সাংবাদিক রুবেল রানা চৌধুরীর প্রথম উপন্যাস “জয়িতার হাসি” তিনি নিপুন বাক্যবন্ধনে তুলে ধরেছেন, একজন নারীর নির্মমভাবে পতিতা হয়ে উঠা এবং এর পেছনের আর্থিক সামাজিক প্রেক্ষাপট সাথে সাথে উত্তরণের পথ। ছাত্র সমাজের পদস্খলনের গল্প, উত্তরণের কথাও। প্রকাশ হয়েছে সামাজিক দায়বদ্ধতা কতটুকু থাকা প্রয়োজন। মানুষ হিসাবে আমদের কর্তব্যসহ নির্মম এই বিষয়গুলোকে ফুটিয়ে তুলেছেন। অমর একুশে বইমেলা-২০২৩ ইং, সাউন্ডবাংলা প্রকাশনী থেকে মুমিন মেহেদীর সম্পাদনায় প্রকাশিত রুবেল রানা চৌধুরীর প্রথম উপন্যাস “জয়িতার হাসি” একুশে বইমেলায় লিটল ম্যাগ চত্বরের ৭২নং স্টলে গত ২৪ ফেব্রুয়ারি বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রবাসী কথাশিল্পী রুবেল রানা চৌধুরী বিবেকের তাড়নায় উঠিয়ে এনেছেন নিপুন বাক্যবন্ধনে নির্মমভাবে বাংলাদেশে কত নারী যন্ত্রণার ঘানি টানছে। লেখক বইটি পড়ার জন্য সকলকে আহবান জানিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।