All Menu

বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ সশস্ত্র সন্ত্রাসী আটক

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে সিন্দুকছড়ি সেনা জোন কর্তৃক বটতল, দক্ষিণ কাঞ্চননগর এলাকায় শনিবার (২৫ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালানো হয়।
ওই অভিযানে ৫ জন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়। এছাড়াও অভিযানে ১টি একে-৪৭ রাইফেল (৭ রাউন্ড অ্যামোনিশন এবং ১টি ম্যাগাজিন), ১টি এম-১ রাইফেল (২৪ রাউন্ড অ্যামোনিশন ভর্তি ম্যাগাজিন) ১টি একে-২২ রাইফেল (আনুমানিক ২০০ রাউন্ড অ্যামোনিশন), ৪টি মর্টার, ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল চায়না (৩ রাউন্ড অ্যামোনিশন), ১টি এলজি লং ব্যারেল রাইফেল (৩৬টি এলজি কার্তুজসহ), ১টি এলজি শর্ট ব্যারেল রাইফেল বিপুল পরিমাণ আইইডি সরঞ্জামাদি এবং ব্যবহৃত ইউনিফরম জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত সশস্ত্র সন্ত্রাসী এবং জব্দকৃত সরঞ্জামাদি প্রয়োজনীয় কার্যক্রম শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top