জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিরামপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। আলোচনায় অংশ নেন পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান-দ্বয় উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম শাহজাহান, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ(ভার:) অদ্বৈত কুমার অপু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ চন্দ্র কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক আ: রাজ্জাক মাস্টার, বীর-মুক্তিযোদ্ধা চেঙ্গিস খান, বিজিবি প্রতিনিধিবৃন্দ। সভায় বিরামপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।