জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ঘোষিত ২৭ দফা প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামতের অভিযাত্রায় ১০ দফা কর্মসূচির অংশ হিসেবে বিরামপুর উপজেলা বিএনপির এর অঙ্গ সংগঠনের উদ্যোগে ৭ টি ইউনিয়নে বিএনপি’র গণ-মিছিল পদযাত্রা জনমানুষের মাঝে লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ পৃথক ভাবে অনুষ্ঠিত হয়। এ লক্ষে জোতবানি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডলের সভাপতিত্বে কেটরা মোড়ে পথ-সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রখ্যাত চিকিৎসক ডা: এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান অনির্বাচিত সরকারকে আন্দোলন এর মাধ্যমে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাধ্য করতে বিএনপি নেতা কর্মীদের মাঠে নেমে গণজোয়ার সৃষ্টি করতে হবে। তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ বিএনপির সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয় সমাবেশে। গণ মিছিলে উপস্থিত ছিলেন বিরামপুর থানা বিএনপির সভাপতি মিয়া মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, নুরে আলম নুরা, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জোতবানি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল, বিনাইল ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিরামপুর থানা পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের গণ মিছিলে অংশগ্রহণ করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।